वैष्णव भजन  »  दुष्ट मन
 
 
শ্রীল ভক্তিসিদ্ধাংত সরস্বতী ঠাকুর       
भाषा: हिन्दी | English | தமிழ் | ಕನ್ನಡ | മലയാളം | తెలుగు | ગુજરાતી | বাংলা | ଓଡ଼ିଆ | ਗੁਰਮੁਖੀ |
 
 
দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব?
প্রতিষ্ঠার তরে, নির্জনের ঘরে,
তব ‘হরি নাম’ কেবল ‘কৈতব’॥1॥
 
 
জডের প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা
জানো না কি তাহা ‘মাযার বৈভব’।
কনক কামিনী, দিবস-যামিনী,
ভাবিযা কি কাজ, অনিত্য সে সব॥2॥
 
 
তোমার কনক, ভোগের জনক,
কনকের দ্বারে সেবহো ‘মাধব’।
কামিনীর কাম, নহে তব ধাম,
তাহার-মালিক কেবল ‘যাদব’॥3॥
 
 
প্রতিষ্ঠাশা-তরূ, জড-মাযা-মরূ
না পেল ‘রাবণ’ যুঝিযা ‘রাঘব’।
বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে কর নিষ্ঠা
তাহা না ভজিলে লভিবে রৌরব॥4॥
 
 
হরিজন-দ্বেষ, প্রতিষ্ঠাশা-ক্লেশ,
কর কেন তবে তাহাঁর গৌরব।
বৈষ্ণবের পাছে, প্রতিষ্ঠাশা আছে,
তা’তে কভু নাহে ‘অনিত্য-বৈভব’॥5॥
 
 
সে হরি-সংবংধ, শুন্য-মাযা-গংধ,
তাহা কভু নয ‘জডের কৈতব’।
প্রতিষ্ঠা-চংডালী, নির্জনতা-জালি,
উভযে জানিহ মাযিক রৌরব॥6॥
 
 
কীর্তন ছাডিবো, প্রতিষ্ঠা মাখিবো,
কি কাজ ঢুডিযা তাদৃশ গৌরব।
মাধবেন্দ্র পুরী, ভাব-ঘরে চুরি,
তা করিল কভু সদাই জানবো॥7॥
 
 
তোমার প্রতিষ্ঠা- ‘শুকরের বিষ্ঠা’,
তার-সহ সম কভু না মানব।
মত্সরতা-বশে, তুমি জড-রসে,
মঝেছো ছাডিযা কীর্তন-সৌষ্ঠব॥8॥
 
 
তাই দুষ্ট মন, ‘নির্জন ভজন’,
প্রচারিছো ছলে ‘কুযোগী-বৈভব’।
প্রভু সনাতনে, পরম জতনে,
শিক্ষা দিল যাঁহা, চিন্তো সেই সব॥9॥
 
 
সেই দু’টি কথা, ভুলো’ না সর্বথা,
উচ্চৈঃ-স্বরে কর ‘হরিনাম-রব’।
‘ফল্গু’ আর ‘যুক্ত’, ‘বদ্ধ’ আর ‘মুক্ত’,
কভু না ভাবিহ, একাকার সব॥10॥
 
 
‘কনক কামিনী’, ‘প্রতিষ্ঠা বঘিম’,
ছডিযাছে জেই, সেই তো’ বৈষ্ণব।
সেই ‘অনাসক্ত’, সেই ‘শুদ্ধ ভক্ত’
সংসার তথা পায পরাভব॥11॥
 
 
যথা যোগ্য ভোগ, নহি তথা তগ
‘অনাসক্ত’ সেই, কি আর কহবো।
‘আসক্তি রহিত’, ‘সংবংধ সহিত’,
বিষয-সমুহ সকলি ‘মাধব’॥12॥
 
 
সেই ‘যুক্ত-বৈরাগ্য’, তাঁহা তো’ সৌভাগ্য,
তাঁহা-এ জডেতে হরির বৈভব।
কীর্তনে জাঁহার, ‘প্রতিষ্ঠা সংভার’,
তাঁহার সম্পত্তি কেবল ‘কৈতব’॥13॥
 
 
‘বিষয-মুমুক্ষু’, ‘ভোগরে বুভুক্ষু’,
দু’যে ত্যজো মন, দুই ‘অবৈষ্ণব’।
‘কৃষ্ণের সংবংধ’, অপ্রাকৃত স্কংধ,
কভু নহে তাঁহা জডের সংভব॥14॥
 
 
‘মাযাবাদী জন’, কৃষ্ণেতর মন,
মুক্ত অভিমানে সেই নিন্দে বৈষ্ণব।
বৈষ্ণবের দাস, তব ভক্তি আস,
কেনো বা ডাকি হো নির্জন আহব॥15॥
 
 
জে ‘ফল্গু-বৈরাগ্য’, কহে নিজে ‘ত্যাগী’,
সে না পারে কভু হোইতে ‘বৈষ্ণব’।
হরি-পদ ছাডি, ‘নির্জনতা বাডি’,
লভিযা কি ফল, ‘ফল্গু’ সেই বৈভব॥16॥
 
 
রাধা-দাস্যে রহি’, ছাডি ‘ভোগ-অহি’,
‘প্রতিষ্ঠাশা’ নহে ‘কীর্তন-গৌরব’।
‘রাধা-নিত্য-জন’, তাঁহা ছাডি’ মন,
কেন বা নির্জন-ভজন-কৈতব॥17॥
 
 
ব্রজবাসী-গণ, প্রচারক-ধন,
প্রতিষ্ঠা-ভিক্ষুক তা’রা নহে ‘শব’।
প্রাণ আছে তা’র, সে-হেতু প্রচার,
প্রতিষ্ঠাশা-হীন-’কৃষ্ণ-গাথা’ সব॥18॥
 
 
শ্রী-দযিত-দাস, কীর্তনেতে আশ,
কর উচ্ছৈঃ-স্বরে ‘হরি-নাম-রব’।
কীর্তন-প্রভাবে, স্মরণ স্বভাবে,
সে কালে ভজন-নির্জন সংভব॥19॥
 
 
 
हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥
 
 
 
  Connect Form
  हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे। हरे राम हरे राम राम राम हरे हरे॥
  © copyright 2025 vedamrit. All Rights Reserved.